কাল্পনিক জগতের বাসিন্দারা
বুঝে কম বাস্তবতার মানে
স্বপ্ন বিলাসি ওরা
ছুটে অজানাকে পাবার ঘ্রাণে।


আসলেই কি পাওয়া হয়?
বিনিদ্র রজনী কেটে
করে সময় অপচয়
ধরনীর জঞ্জাল ঘেটে।


বিষাক্ত সব পোকায় ভরা
সভ্যতা ঢাকার চাদর
খেয়ে গেলো সব ওরা
করে লোক দেখানো আদর।


তবু স্যালুট ওদের বাঁজায় যারা
স্বপ্ন বিলাসী ভীন
তোরা না থাকলে ধরায়
উঁই পোকারা কেমনে হবে কিং।



কাব্যগ্রন্থ- ইচ্ছে পূরণের আকুতি