( মার্শাল ইফতেখার আহমেদ এর "আহা" কবিতার মন্তবে লেখা ছড়া।
ছড়াটি সম্মানের সাথে কবিককে উৎসর্গ করা হলো।)


আহা বলেই ডাহা কথার
চিত্তে আঁকা ছবি
এই আমাকে ছন্দ শেখায়
সে দৌলতে কবি!


আহা থেকেই পেরণা পাই
যাহা অতি আপন,
তুমি ছাড়াই তোমায় নিয়ে
চলছে জীবন যাপন।


দুধের তৃষা ঘোলে মিটাই
বোলে সময় পার,
কী আর করি কালেরখেয়া
ফিরবে নাতো আর।


যতই হাঁপি অথৈ সাগর
কোথায় পাবো কুল?
অতীত এখন পাঠ্যশালা
শেখায় সঠিক-ভুল।


ভুলে ভুলেই মূলে পঁচন
দাঁড়িয়ে তবু গাছ,
নিত্য দেখি চিত্ত ভরেই
কাক-ময়ূরীর নাচ!