..আমাদের দেশখানি বেশ পরিপাটি
ঝিলপাড়ে নীল এসে ছুঁয়ে থাকে মাটি
         শস্য-শ্যামল মাঠ
        সহজ জীবন পাঠ
  তাঁর বায়ু পরম আয়ু নির্মল-খাঁটি
মা'র বোলে তাঁর কোলে তাঁর বুকে হাঁটি!


  নদীজলে নাও চলে মাঝি গায় গান
আঁখি মেলে পাখি দেখি, শুনি কলতান
          ভ্রমরের গুঞ্জনে
         ফুলদেরও মৌবনে
রূপে তাঁর ডুবে যেন করে নেই স্নান
আহা বেশ এই দেশ এই আমার প্রাণ!