ঝুট মাল লুট করে
পড়ে গেছি ফাঁসে
আমি কাঁদি ঐ বাদী
খল খল হাসে।

সংসারে- ঢং তারই
দেখি বাঁকে বাঁকে
আগে আগে আমি চলি
সেই পিছে থাকে।

ভালো কিছু জোটে যদি
হিস্যাটা ধরে,
বিপদের আঁচ পেলে
সাঁই কেটে পরে।

যন্ত্রনা থাকে যতো
আমি একা সই,
কলুর বলদ হয়েই
তার বোঝা বই।।