বাপ ও ছেলে
           সুযোগ পেলে
খাচ্ছো গিলে টুপ করে!
কইছি নাতো-
            কোন কথাই
দেখছি শুধু  চুপ করে।

কিন্তু  বলে রাখছি আগে
একটু যদি পাইগো বাগে

ধোলাই দিবো
             আচ্ছা মতন
সাবান-জলে  খুব করে;
দেবোনা ছাড়
           তোমাদের আর
পড়লে পায়েও ধুপ করে!