কাজ-কর্ম     শিকায় তুলে-
স্কীন-টাচ্   মোবাইল খুলে
                যুবক যুবায়-
নাকটা ডুবায়,
পরি-পার্শ্বিক   সকল ভুলে
অবাক নেশায় যাচ্ছে ঝুলে!

কবে জীবন সাজবে ফুলে?
আসবে সুদিন হেলে-দুলে?
            কোথায় উপায়?
শিকল দু’পায়!
ডুবছে সকল জাতে-কুলে!
দেখছি পঁচন জাতির মূলে!