দুলকি চালে ফুলকি চলে ঘুঙ্গুর বাঁধা পায়-
বনে বনে- পাখির সনে সুর মিলিয়ে গায়,
ফুলের সাথে সখ্যতা তার, সখি তরুলতা
গঙ্গাফড়িং হাওয়ায় নাচে কয় কত যে কথা!


সবুজ ঘাসে শিশির হাসে সোনারোদের ছোয়ায়
আলতারাঙ্গা পা-দু’খানি আদোর করে ধোয়ায়!


এমনি মেয়ে কোলে পেয়ে হাসে শ্যামলপাড়া
চলতে গিয়ে থমকে দাঁড়ায় নদীর স্রোতধারা
মেঘরা ডাকে ‘ওরে সোনা চাঁদের কণা তুই
আয়রে হেসে ভালোবেসে বুকের মাঝে থুই!’