গৌরীসেনের সময় ভালো-পায়ের উপর পা-
    সাঙ্গপাঙ্গ নিয়ে টানেন-পাত্তি মারা চা!
          চায়ের উপর দুধের সর,
        নাই ভেদাভেদ আপন-পর;
উপুর হয়ে গিলছে সবাই করেনা কেউ  রা’।


গৌরীসেনের ঠিকাদারীর ব্যবসা চলে বেশ!
  বড় বাবু, ছোট বাবু লুটেন নগদ ক্যাশ!
        কিসে শরম কিসে বা লাজ,
         দশ-একে সরকারী কাজ;
নিজে ভালোয় জগৎ ভালো গোল্লায় যাক দেশ!


          =====<>======