উকিল হরি  
পাকায়-দড়ি
স্থান, কাল, পাত্রে,
পাকিয়ে দড়ি পরের কড়ি
কৌশলে নেন হাতড়ে!


ফকির হাবু
ব্যথায় কাবু
করেন এমন ভান-
লোকের কাছে দু’হাত পেতে
চেয়ে ফিরেন দান!


আনোয়ার
ক্যানভাচার-
চাপা-ই পুঁজি তার;
এমন গুণী চিকিৎসক
পাওয়াই নাকি ভার!