কবিতার 'ক' হারিয়ে কাঁদছিলো কথা
চারপাশে থমথমে ছিলো নিরবতা!
শব্দেরা পড়ে ছিলো এলোমেলো হয়ে
ছন্দরা অভিমানে যাচ্ছিলো ক্ষয়ে।


কালই তো লেখাটা দিতে হবে জমা;
ইশকুলে সে কথাই বলছিলো তমা!
তারপর স্মরণীতে হয়ে গেলে ছাপা;
কথা হয়ে যাবে কবি, একেবারে মাপা!


কিন্তু ক-টাই যদি না পায় খুঁজে-
ধ্যান করে কী ফল হবে চোখ বুজে?
শুধু শুধু সময়ের হচ্ছিলো ক্ষয়,
তক্ষনই দ্বারে এসে দাদু কথা কয়-


'কী হলোরে কথামনি, অসময়ে খিল!
কার সাথে হয়েছেরে মতের অমিল?
খোল খোল দ্বার খোল কথা শুনি তোর
তোর সাথে দ্বন্দ? কার এতো জোর?'


দাদুর আওয়াজ শুনে মনে আসে বল;
দুই হাতে মুছে কথা দু’চোখের জল!
দোর খুলে, সব বলে, শুনে হাসে দাদু
'ক-টাকে আনছি, এই দ্যাখ যাদু!


কলমটা হাতে নে, খোল দেখি খাতা;
যা মনে আসে লিখে ভরে ফেল পাতা!'
ছুটে এসে শব্দেরা বসে যথা-তথা;
কবিতাটা হয়ে গেলো, বিস্মিত কথা!


___________________
# ০৪ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।