ঝন্টু : আমার দাদার দাদার দাদার-
জগৎজোড়া নাম ছিলো!
জানিস কেনো? ঐ দাদাটার-
জলের নীচে ধাম ছিলো!
পদ্মা ছিলো ঘরের সিঁড়ি,
রেলিংটা তার উহুতগিরি
ওঠা নামায় উজির-নাজির
সে কীরে গা ঘামছিলো!
মন্টু : কোথায় রে ঐ উহুতগিরি-
কোথায় পদ্মা নদী,
ভূগোল খুলে খেয়াল করে
একটু দেখিস যদি!
দাদার দাদার নাম করা?
খেয়ে-ই যাবি রাম ধরা!
নকুল স্যারের কানে গেলে-
আচ্ছা খাবি বদি!!
হরি : শোন তাহলে- আমার ঠাকুর-
দাদার দাদার বাড়ি,
যেতে হলে মেঘের মুলুক
দিতেই হতো পাড়ি!
ভাবিস না সে চন্দ্রপুর!
সেখান থেকে অনেক দূর!
যেথায় বসে তারার মেলা
নিত্য সারি সারি!
ঝন্টু : এলিয়েনের বংশ তোরা?
আজকে হলো জানা!
ঠাকুর দাদার দাদার দাদার
কয়টা ছিলো ডানা?
কী করে সে আসতো যেতো?
ক্ষিদে পেলে কী বা খেতো?
তা হলে কী সূর্যের আলোই
তাঁদের ছিলো খানা?