সৃষ্টিতে ভেদ- স্রোষ্টার জেদ
কেউ বড় কেউ ছোট
সাধ্য থাকে- বাদ্য বাজাও
ফুলের মতো ফোটো!


কেউবা সেবা গ্রহণ করেন
কেউবা করেন দান
একই হাতের রাজা-প্রজায়
তবুও ব্যবধান!


কেউ শোষিত, কেউবা শোষক
তাঁরই হাতের খেলা
খেলছেন সাঁই বিরামটি নাই-
সাজিয়ে রঙের মেলা।