নশ্বর ধরনী হায়! স্থায়ী কভু নয়;
নর নারী সভানক, মিশিবেই ভুঁয়ে;
গড়বে কে বলো ভবে,অমর আলয়?
মরনের তীক্ত জ্বালা, যাবে মন ছুঁয়ে।


জীবন, জীবন ন্যায় চিরতরঙ্গিত,
মাটির মানব হবে মাটি তলদেশে;
কে বা গাও,হে মানব! জীবন সংগীত?
অমর হবার আশা, মরে হাবিলাষে।


যদি না ধরো জীবন, শক্ত হাতে হাল;
যদি না হও কর্মঠ, এ সমরাঙ্গনে;
নিভবে প্রদীপ শিখা, হয়ত অকাল,
জনম, ব্যর্থতাগ্রস্থ, কিবা অকারনে।


জনম হোক সার্থক, এ-ই আকিঞ্চন।
সফল হবে হয়ত, ভবে আগমন।