হে জীব,ভুলিও না দেখিয়া বহিরাবরন;
শত বর্ণচোরায় ভরিয়া গিয়াছে এ সুন্দর কাকন;
দেখিবে মাধুর্য, সুপ্রাচুর্য মহীর চারিদিকে,
ভিতরে দেখিবে নরবরে পঁচা কাঠের আসন।


গড়নে মুগ্ধ তুমি,আচরন, "আহা! কি-বা মধুর!"
পরে দেখিবে সে-তো অরাতি, মনুষ্যত্ব সুদুর;
অতি বিত্তবান, অনড় চিত্তবান, দেখিবে নয়নে;
বিপদে পাবে না পাশে, পাবে অতি দুর।


দেখিবে সুমিষ্টভাষী, সুলম্ব পরিচ্ছদ ;
মনে হবে তার কাছে নাহি কোনো বিপদ;
হবে হয়তো সে-ই তোমার সর্বনাশের কারন,
ঘাড়ে যবে ঝুলিবে, বলিবে তবে "এ তো উন্নত আপদ!"


ধরিও তার হাত, যার চরিত্র সদয়;
তার নেই অর্থ কড়ি, তবে সে সুদয়;
সে হবে সহজ-সরল, সুশীল মানব,
যার থাকবে মুক্ত চিন্তাশীল উন্নত হৃদয়।


হে জীব, উন্নত মনুষ্যত্ববান বন্ধু করিও আয়;
করিও তাহার পিছনে তোমার আবেগ ব্যায়;
দেখিবে সে শুধু তোমায় ভালোবাসে,
সঙ্গী হয়, বন্ধু ছায়ার ন্যায়।


----------★----------
কচুয়া,চাঁদপুর
তাং-১১.০৮.২০২০