'মা' অক্ষর এক,তবে জানো? অর্থ অফুরন্ত ;
ঋন, তার কভু; করো শুধিবার নয়;
মায়ের হবে না কভু তুচ্ছ অবক্ষয়।
আদর স্নেহে যাহার নাহি কোনো অন্ত।


আচার তার সুমিষ্ট, যেনো মধুমন্ত্র;
ভয়ের রাজ্যে সে দেয় কোলের অভয়,
তার বরাভয়ে নামে সন্তানের জয়;
কর্ম তার সুনিপুন যেনো সদ্য যন্ত্র।


ভালোবাসি তোমায় মা, সপিয়া হৃদয় ;
তুমি মহীয়সী নারী নিতান্ত সদয়।


মা, তোমার চেয়ে প্রিয় কেউ নেই ভবে,
দু নেত্র খোঁজে তোমায় তব অকারনে;
রিক্ত হবো মা তোমায় না দেখবো যবে,
মা, শুধু তোমায় ভাবি আজ আনমনে।


----------★----------
কচুয়, চাঁদপুর
তাং-১০.০৮.২০২০