তুমি কি আমার পত্র, করেছো সঞ্চয়?
নাকি তাহা হয়েছিলো, তোমাতে অনিত্য?
অনুক্ত আবেগি বানী লিখেছি নিশ্চয়;
নয়ন জোরা দিদৃক্ষা, সাথে অশ্রু সিক্ত।
ভবে নই ম্রিয়মান, কুঞ্চিত এ চিত্ত;
তুমি বলেছো পারবো, দিয়েছো অভয়।
প্রস্থান করেছো কেনো, হে অমূল্য বিত্ত?
তোমার প্রস্থানে আজ, ধরা মসীময়।


সতত হে সুদর্শনা! রয়ে যাও মনে,
সতত হে সুরোরিকা! ভাবি এ বিরলে।
পত্র লিখছি তোমায়, আজও গোপনে,
নিরাশ করে আমায়, কেমনে হারালে?
ডেকো, হে নারী আমায়, তব আনমনে,
ছুটবো তোমার তরে, দু হাত বাড়ালে।  


মিল বিন্যাসঃ কখ কখ খক খক- অষ্টক
গঘ গঘ গঘ- ষষ্ঠক  
তাং-২৭.০৭.২০২০.