ওগো তোমারই তরে বাজিয়েছি বাঁশি,
কতনা গেয়েছি নিত্য সুরে ভাঙা গান;
হয়েছি কখনো দৃঢ় কিবা ম্রিয়মান;
রাত্রী জেগে নিরবে শুধু দেখেছি শশী।
দেখিনি তোমার সেই অপরূপ হাসি;
অদৃশ্য অতৃপ্ততায় কেটেছে জীবন ;
অপেক্ষায় আছি শত বর্ষ বহুক্ষণ,
কবে বলবে, "তোমায় খুব ভালোবাসি?"


সংসার সংশয়ে টলে, না বসে হৃদয় ;
দু নয়নে ক্ষীন দৃষ্টি, মসীময় ধরা;
ব্যর্থতা করে সানন্দে খেলা মোর সাথে;
কে বা কার জন্য রবে নগন্য সদয়?
তোমার গমনে আজ, আমি সর্বহারা;
সপে দিয়েছি জীবন, অদ্য মৃত্যু হাতে!


★কচুয়া, চাঁদপুর। ২১.০৭.২০২০.
★পেত্রার্কীয় সনেট★
মিল বিন্যাসঃ কখ খক কখ খক- অষ্টক;
                        গঘঙ গঘঙ- ষষ্টক।