সদ্য ফোটা পদ্ম দিলাম তার হাতে,
                  ভালোবাসার ডানা চেলাম আর কাছে।
দিলনা দানা আমায়, মরুভূমির পথ দেখায়।


পার করে পথখানি, বাক হারিয়ে নির্বাক আমি।
মধু পায় সেও এখন, ফুলের সাথে রাত্রিযাপন।


ফিরতে গিয়ে পথ হারিরে
                              মরুভূমির সঙ্গি হয়ে,
হঠাৎ এক পাপড়ি পেলাম,
                             হাত ধরে তার পথ চললাম।


শুক্রবার
২২শে সেপ্টম্বর ২০১৭
মিরপুর, ঢাকা।