অনাকাঙ্খিত
        সুদীপ সিনহা।
পথের ধারে,হটাৎ সেদিন দেখা,
ভাবতে পারোনি ,আবার দেখা হবে।
পথের পাশে,দাঁড়িয়ে ছিলে একা,
দিন ফুরিয়ে,সন্ধে হবে হবে।


এক পলকে,আমার পানে চেয়ে,
ফিরালে মুখ,ভীষণ সচেতনে।
চমকে ওঠা, দৃষ্টি খানি,ছেয়ে,
প্রবল মায়া,জাগলো বুঝি,মনে।


পড়লো মনে,হয়তো কিছু কথা,
এড়িয়ে যাওয়ার,ইচ্ছে নিয়ে বুকে।
উথাল পাথাল, তোমার নীরবতা,
নিজের মধ্যে,মরছো বুঝি ধুঁকে।


আমি কেবল ,তাকিয়ে ছিলাম একা,
বাষ্প রুদ্ধ,অভিমানী চোখে।
আবার কবে,পাব তোমার দেখা,
ভালো মন্দ,যে যা বলুক লোকে।


তোমার জন্যে, যে প্রাণ ছিলো বাজি,
ফেলে সে প্রাণ,গেছো অনেক দূরে।
কিন্তু এ প্রাণ,ছাড়তে আমি রাজি,
হেথায় তুমি, আজও প্রানের পুরে।


চলে গেলে,হটাৎ তুমি একি,
যেমন ছিলাম,একলা ভুবন মাঝে।
ক্ষনেক সুখের,ঝুলি,শুন্য দেখি,
বিষাদ আমার, জীবন জুড়ে রাজে।
নিমতউরি।।14/02/20