চামড়ায় বিকোয় গোটা প্রতিষ্ঠান,
যে মুখ আঁধার বয়ে চলেছে
বিগত কয়েক যুগ ধরে,
সেই চুড়িদার চুপচাপ তাকিয়ে থাকে
বাইকভর্তি হাসির দিকে-


চামড়ায় বিকোয় গোটা শহর,
যে শরীর আগুনের মৌতাতে গেছিল
একবার-মাত্র একবার,
সেই ঠেলাগাড়ি অবহেলায় দাঁড়িয়ে থাকে
ভিড় জমা কলরবের পাশে-


চামড়ায় বিকোয় গোটা দেশ,
যে কনুই ঘামের পাঁক ঘেঁটে গেছে
তরতাজা মতবাদের দিন থেকে,
সেই কাকতাড়ুয়া হাইনিঃশ্বাস রাখে
রূপোলী পোস্টারের বিশাল নীচে-



*** ব্যস্ততার কারণে কারোর কবিতা পড়া হয়ে উঠছে না।। তবে ফিরে এসেই ইমতিদা, শহীদুলদা, পলকদা, দীপঙ্করদা, সৌমিতা, মৃদুল ভাই, পিপড়ে ভাই, অচল বাবু, তাজুল ভাই আরো অনেকের লেখা পড়বো।। ***