তিন সপ্তাহের মধ্যে ইব্রাহিম বদলে গেছিল,
বছর পঁচিশের তরতাজা যুবক
হঠ্যাৎ দাড়ি রাখতে শুরু করেছিল,
নিয়ম করে নামাজ পড়তে যেত ধর্মপ্রাণ,
গোলমালের ধারেকাছে থাকতো না,
বন্ধুদের আসরে আসতো না আর সন্ধ্যায়,
খুব একটা প্রয়োজন না থাকলে
বাড়ি থেকেও বেরোতো না চুপচাপ …


যেদিন রাতে ওদের ঘরে পুলিশ আসে,
জানতে পারি ও নাকি জেহাদী মুজাহিদিন
দলে নাম লিখিয়েছিল একমাস আগে,
লাদেনের ছবিওয়ালা বই, উর্দু ক্যাপশনসহ সি.ডি.
ছাড়াও উদ্ধার হয় বোমা তৈরীর সরঞ্জাম,
ইন্টারনেটে মতবাদ ছড়ানোর চেষ্টা চালানো
ডায়েরীতে কট্টর মৌলবাদের কবি ইব্রাহিম
আত্মঘাতী বিস্ফোরণ ঘটাতে গিয়ে ধরা পড়েছিল!