ডুবে যাওয়া এক মাতাল ভেসে উঠেছিল পাথরের কাছে।
তার দাঁতের ফাঁকে
ল্যাভেন্ডার তারাফুল আটকে দিয়েছিল কেউ।
যখনই একটা লম্বা ছুরি নিয়ে
জিভ আর তালুটা কেটে নোবো বলে
চামড়ার তলায় তলায়
তার বুকের কাছে গিয়ে পৌঁছালাম,
ফুলটা যেন ধাক্কা খেয়ে
ছড়িয়ে থাকা ঘিলুর ভেতর ঢুকে গেল।
কাঠের গুঁড়ো দিয়ে
সেলাই করার সময়
বুকের কুঠুরীতে বন্ধ করেছিলাম সেটাকে।
দানির ভেতর তোমার পানীয়ের মজা নাও!
শান্তিতে বিশ্রাম করো, ছোট্টো তারাফুল!



মূল কবিতাঃ
Kleine Aster


কবিঃ Gottfried Benn

Ein ersoffener Bierfahrer wurde auf den Tisch gestemmt.
Irgendeiner hatte ihm eine dunkelhellila Aster
zwischen die Zähne geklemmt.
Als ich von der Brust aus
unter der Haut
mit einem langen Messer
Zunge und Gaumen herausschnitt,
muß ich sie angestoßen haben, denn sie glitt
in das nebenliegende Gehirn.
Ich packte sie ihm in die Brusthöhle
zwischen die Holzwolle,
als man zunähte.
Trinke dich satt in deiner Vase!
Ruhe sanft,
kleine Aster!