জীবনের পুরোনো পান্ডুলিপির ছেঁড়া পাতায়
চোখ পরে গেল হঠাৎ।
সেখানে কিছু অস্বচ্ছ কালচে দাগ
কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওদিকে।
পাঠোদ্ধারের চেষ্টা করলাম।
কিছু বিচিত্র শব্দের দুর্বোধ্য রেখায় ভরপুর
ওটা কি হায়ারোগ্লিফিক্স নাকি চর্যাপদের।
আবার চেয়ে থাকি  একটানা
অপাঠ্য আর দুর্বোধ্য রেখায় অনেকটা পূর্ণ।
পান্ডুলিপির ছেঁড়া কাগজের মধ্যে
পূণ্যরেখা আবিস্কারের চেষ্টা
এবারও হিমশিম খাওয়ার পালা
অস্পষ্ট শ্বেতাভরেখাগুলো পূণ্য হতে পারে
যদি ইশ্বরের করুণা হয়।।
কতকটা রক্তাভ আর কতকটা কালচে রেখা
নিজের জীবনের পান্ডুলিপির পাঠোদ্ধার করতে গিয়ে
থেমে যাচ্ছি বারবার।
অথচ  ইচ্ছা ছিল অনেক
জীবন হবে একটি বিষ্ময়কর কবিতার মতো
হয়তো হতেও পারে কোনদিন
অথবা কোনদিনও……..।
ইশ্বর চাইলে হতে পারে....  কবিতা।
৪৮/২৪.