সমুদ্র সমতল থেকে তিনহাজার ফুট ওপরে
মেঘের সমান্তরালে দাঁড়িয়ে আছি
হয়তোবা তার চেয়েও ওপরে।
অবাক বিষ্ময়ে তাকিয়ে আছি।
চারপাশে আকাশচুম্বনকারী ললিত পাহাড়।
তার বুকের বিস্তৃত অঞ্চলে
শুভ্র মেঘের সারি।
দূরবর্তি গগণ সমতলে পাহাড়ের সারি
অনবরত ইশারা করছে আমায়।
কখনো মনে হয় মেঘের চাদর
পাহাড়ের চূড়াগুলো ঢেকে দিয়ে যাচ্ছে।
বিষ্ময়ে বিমূড় আমি একজন
দাড়িয়ে আছি বোকার মতো।
অভাবণীয় ভাবনায় ভাবিত হচ্ছি
মেঘের সমান্তরালে
হয়তোবা তার চেয়েও ওপরে।
৫২/৮
(চিম্বুক পাহাড়ি অঞ্চল থেকে)