আঘাত হেনে হেনে,
হৃদয় আজ বিধ্বস্ত !
হৃদয় বলে থাম এবার,
নইলে যে আমাকে হারাবি কোনোদিন।
হৃদয়ের ব্যথার ভাষা হয়নি বোঝা,
কোথায় যে কতো সুখ বুঝতেই পারে না।


কোন সুখ স্মৃতি আমায় লেখার প্রেরণা দেয়না,
দুঃখ, বেদনা, বিরহ থেকে পাই আমি প্রেরণা।
সুখ আমি ভুলে যেতে চাই,
আমার ব্যথা আছে কিন্তু আমি ব্যথিত নই।


কেনো এই আঘাতের ভিত নাড়িয়ে দিয়ে যায়!
বারবার প্রশ্ন করেও কেনো মনে হয়,
যেখানে হৃদয় নেই সেখানে হৃদয় নিয়ে খেলা
যন্ত্রনার মেডেল পাওয়া ছাড়া কিছু নয়।
কে বোঝাবে হৃদয় কি?
দাও প্রভূ আমায় শক্তি
আবার নূতন করে বাঁচবো
কোনো টান নেই, কোনো মায়া নেই,
এ যেনো নিজেকে নিয়ে বাঁচা এক ভিন্ন স্বাদে।
এ এক আলাদা জগৎ
নিজের জগৎ শুধুই নিজের জগৎ !!