গত ২২ অগ্রহায়ণ, ১৪২৬। ০৭ ডিসেম্বর ২০১৯ শনিবার ৩৩৮/১ আহমদ নগর, মিরপুরে কবি অনিরুদ্ধ বুলবুলের সভাপতিত্বে নিম্নবর্ণিত কবিবর্গের উপস্থিতিতে 'বাংলা-কবিতার কবি সম্মেলন-২০২০'-এর প্রাক-প্রস্তুতি ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়।


উপস্থিত ছিলেন সর্বকবি: কবীর হুমায়ূন, হুমায়ূন কবির, ফরিদ হাসান, মনিরুজ্জামান, সোহাগ আহমেদ (চাঁছাছোলা), আবু হক মোসাফির, আফরিনা নাজনীন মিলি, নায়ার সুলতানা লাবনী, মোজাম্মেল হোসেন, জিরমান জিম, সাখাওয়াত হোসেন, জাহিদ হোসেন রনজু, শামীম উল্লাহ, উত্তম চক্রবর্তী এবং অনিরুদ্ধ বুলবুল।


উপস্থিত কবিদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ১৫ ফেব্রুয়ারী, ২০২০ (শনিবার) কবি সুফিয়া কামাল অডিটোরিয়াম, ঢাকা যাদুঘর, ঢাকায় ''বাংলা-কবিতার কবি সম্মেলন,২০২০'' অনুষ্ঠিত হবে। এ কবি সম্মেলন চলবে সকাল ১০-০০ ঘটিকা থেকে রাত ৯-০০ ঘটিকা পর্যন্ত।


সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহিত হয়-


১। বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রাক-নিবন্ধন ব্যতিত কোন ব্যক্তিকে হলে প্রবেশ করতে দেয়া হবে না।


২।  যেহেতু দিনব্যাপী অনুষ্ঠান, তাই কবি সম্মেলনে উপস্থিত সকলের জন্য সকাল-বিকালের চা-নাস্তাসহ দুপুরের খাবার (প্যাকেট লাঞ্চ)-এর ব্যবস্থা রাখা হবে।


৩।  প্রত্যেক নিবন্ধনকৃত সদস্য কবি ও অতিথি কবিদের জন্য বাংলা-কবিতার পক্ষ থেকে স্মারক উপহার প্রদানের ব্যবস্থা করা হবে।


৪।  সম্মেলনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বাংলাদেশের প্রতি কবির জন্য ৫০০/- (পাঁচ শত) টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। যা ২৫ জানুয়ারী, ২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন/নিবন্ধন করার সুযোগ থাকবে।


৫। একজন কবি একাধিক রেজিস্ট্রেশন করতে পারবেন কবি-স্পাউসদের (পতি/পত্নী) জন্যও  ফি পরিশোধ সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে পারবেন। (৮ বছরের কম বয়সের কবি-সন্তানগণ রেজিস্ট্রেশন ফি মুক্ত। তবে, পূর্ব থেকে জানিয়ে দিতে হবে)।


৬। বাংলা-কবিতার সদস্য ব্যতিত যে কোন ব্যক্তিই রেজিস্ট্রেশন করতে পারবেন; তবে, অবশ্যই তা বাংলা-কবিতার কোন একজন নিবন্ধিত কবির প্রযত্নে হতে হবে।


৭। আসন প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত তারিখের পর, এমন কি সম্মেলন কেন্দ্রেও সকাল ১০টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তবে সেক্ষেত্রে নিবন্ধন ফি হবে ১,০০০/- (এক হাজার) টাকা। সেক্ষেত্রে ব্যক্তির নামে স্মারক হবে না।


বিশেষ দ্রষ্টব্য-


(ক) বাংলা-কবিতার সকল সদস্যকেই এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে, অনুষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষক (sponsor) সংগ্রহের ব্যাপারে সবাই নিজ নিজ সামর্থ/চ্যানেল অনুযায়ী চেষ্টা করবেন এবং স্পন্সরের ব্যবস্থা হলে নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করবেন।


(খ) গত ০২ ডিসেম্বর ২০১৯ মাননীয় এডমিনের বিজ্ঞপ্তি মোতাবেক আসরের নিবন্ধিত কবিগণ নিজ নিজ সাধ্যমত ঐচ্ছিক (কোন বাধ্যবাধকতা নেই) অনুদান দিতে পারবেন।


(গ) বাংলা কবিতার আসরের যে কোন কবির বইয়ের মোড়ক উন্মোচনের একটি পর্ব থাকবে। যারা তাদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনে ইচ্ছুক; তারা কমপক্ষে ১০ কপি বইসহ কবি অনিরুদ্ধ বুলবুলের সাথে অগ্রীম যোগাযোগ করতে হবে।


রেজিস্ট্রেশন/নিবন্ধনের টাকা পাঠানো জন্য-


ক) বিকাশ : 01911-385 955 (personal)
খ)  রকেট : 01911-385 9558
গ) ব্যাঙ্ক একাউন্ট: MAZIBUR RAHMAN, A/C No. 115-101-0011391; DUTCH-BANGLA BANK LTD. Mirpur-1 Branch.


কবিগণ যে কোন টাকা পরিশোধ করা মাত্র (খাত ও টাকার পরিমাণ উল্লেখসহ) অবশ্যই নিম্নোক্ত নম্বরে ফোন করে এবং এই আলোচনা পাতার মন্তব্য ঘরে জানাবেন এবং সকল প্রকার প্রাপ্তির হাল নাগাদ তথ্য (update) এই আলোচনার নিচের অংশে 'আপডেট' শিরোনামে প্রদর্শিত হবে। কারো তথ্য না দেখালে বা গণ্ডগোল পরিলক্ষিত হলে নিম্নোক্ত নম্বরে ফোন করে জানাবেন।


সকল প্রকার যোগাযোগের জন্য-
অনিরুদ্ধ বুলবুল : ০১৯১১-৩৮৫ ৯৫৫
কবীর হুমায়ূন    : ০১৭৩৩-৯৯০ ৯৬৫


কমিটির ইচ্ছা ও অনুরোধক্রমে বাংলা-কবিতা আসরের সকল কবিদের জ্ঞাতার্থে আমি অনিরুদ্ধ বুলবুল সভার কার্যবিবরণী পেশ করছি। ধন্যবাদ সবাইকে।
_________________________
আপডেট: ২৬-০১-২০২০ (২৩:১০)পর্যন্ত
খাত-ওয়ারী নিম্নরূপ টাকা হাতে এসেছে:
_________________________


অনুদানঃ-
০১। নাম প্রকাশে অনিচ্ছুক = ১৪,৭০০/-
০২। কবি অনিরুদ্ধ বুলবুল = ১৫,০০০/-
০৩। কবি মিলেটস্ (প্রিয়বত পাত্র) (ভারত)= ৫০০/- *
০৪। নাম প্রকাশে অনিচ্ছুক = ৫০০/-
০৫। নাম প্রকাশে অনিচ্ছুক =১,০০০/-
০৬। কবি ড. শাহানারা মশিউর = ১০,০০০/-
০৭। কবি খলিলুর রহমান = ১৫,০০০/-
০৮। কবি মোঃ রুহুল আমীন = ১,০০০/-
০৯। কবি সমীর প্রামাণিক (ভারত)= ১,০০০/- *
১০। কবি বিভূতি দাস (ভারত)= ১,০০০/- *


মোড়ক উন্মোচনঃ-
০১। কবি অনিরুদ্ধ বুলবুল = ৫,০০০/-
০২। কবি খলিলুর রহমান = ১০,০০০/-
০৩। কবি বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর) = ৫,০০০/-
০৪। কবি ফারহাত আহমেদ = ৫,০০০/-
০৫। কবি নায়ার সুলতানা লাবনী =৫,০০০/-


রেজিস্ট্রেশনঃ-
০১। কবি মোঃ বুলবুল হোসেন = ১,০০০/-
০২। কবি দেলওয়ার হোসেন শিকদার = ৫০০/-
০৩। কবিকন্যা মুনিজা হোসেন = ৫০০/-
০৪। কবি কবীর হুমায়ূন = ৫০০/-
০৫। কবি জিরমান জিম = ৫০০/-
০৬। কবি মুহাম্মদ মোজাম্মেল হোসেন = ৫০০/-
০৭। কবি মো: মুস্তাফিজুর রহমান = ৫০০/-
০৮। কবি রুনা লায়লা = ৫০০/-
০৯। কবি রুহান = ৫০০/-
১০। কবি অনিরুদ্ধ বুলবুল = ৫০০/-
১১। কবি মোঃ জাহিদ হাসান = ৫০০/-
১২। কবি জাহিদ হোসেন রনজু = ৫০০/-
১৩। কবি হুমায়ূন কবির = ৫০০/-
১৪। কবি অবিরুদ্ধ মোহাম্মদ = ৫০০/-
১৫। কবি শফিকুল ইসলাম = ৫০০/-
১৬। কবি মাহফুজুর রহমান (মাহফুজ) = ৫০০/-
১৭। কবি শব্দ মাধুকরী (আরিফুল ইসলাম) = ৫০০/-
১৮। কবি আলমগীর সরকার লিটন = ৫০০/-
১৯। কবি সরদার আরিফ উদ্দিন = ৫০০/-
২০। কবি ফারহাত আহমেদ =৫০০/-
২১। কবি আফরিনা নাজনীন মিলি = ৫০০/-
২২। কবি আফরোজা খাতুন = ৫০০/-
২৩। কবি মুহাম্মদ মনিরুজ্জামান = ৫০০/-
২৪। কবি উত্তম চক্রবর্তী = ৫০০/-
২৫। কবি লীনা জাম্বিল = ৫০০/-
২৬। কবি মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী) = ৫০০/-
২৭। কবি সুদীপ্তা চৌধুরী= ৫০০/-
২৮। ঐ গেস্ট - কবিমাতা কণিকা পোদ্দার = ৫০০/-
২৯। কবি নায়ার সুলতানা লাবনী = ৫০০/-
৩০। কবি হাকিকুর রহমান =৫০০/-
৩১। কবি খন্দকার সিরাজুল হক = ৫০০/-
৩২। কবি মোঃ হাবিবুর রহমান বাবলু = ৫০০/-
৩৩। কবি খলিলুর রহমান = ১,০০০/-
৩৪। কবি শরীফ নবাব হোসেন = ৫০০/-
৩৫। কবি এম নাজমুল হাসান = ৫০০/-
৩৬। কবি শ. ম. শহীদ = ৫০০/-
৩৭। কবি মুহাম্মদ রুহুল আমীন = ৫০০/-
৩৮। কবি রবিউল হাসান = ৫০০/-
৩৯। কবি মাজহারুল ইসলাম (প্রসূন) = ৫০০/-
৪০। কবি আজহারুল ইসলাম আল-আজাদ = ৫০০/-
৪১। ঐ গেস্ট - আকতারুজ্জামান সানু = ৫০০/-
৪২। কবি পলাশ দেবনাথ= ৫০০/-
৪৩। কবি মোঃ জামশেদুল আলম= ৫০০/-
৪৪। কবি সাম্পান (ওমর ফারুক) = ৫০০/-
৪৫। কবি লতিফুর রহমান প্রামানিক = ৫০০/-
৪৬। কবি রেজাউল করিম পলাশ = ৫০০/-
৪৭। কবি শামীম উল্লাহ = ৫০০/-
৪৮। কবি মনোয়ারুল আলম= ৫০০/-
৪৯। কবি সোহেল আহমেদ আলভী = ৫০০/-
৫০। কবি বেগম সেলিনা খাতুন = ৫০০/-
৫১। কবি শফিকুল ইসলাম বাদল = ৫০০/-
৫২। কবি সৈয়দ নিলয় = ৫০০/-
৫৩। কবি মোঃ রাসেল রানা= ৫০০/-
৫৪। কবি ফরিদ হাসান = ৫০০/-
৫৫। কবি মহিউদ্দিন হেলাল = ৫০০/-
৫৬। ঐ গেস্ট - হামিদা আক্তার = ৫০০/-
৫৭। কবি সোহেলী পারভীন ছবি = ৫০০/-
৫৮। কবি মিজান হাওলাদার = ৫০০/-
৫৯। কবি সাইদ খোকন নাজিরী =৫০০/-
৬০। কবি সোহাগ আহমেদ (চাঁছাছোলা) =৫০০/-
৬১। কবি মোশারেফ ঢালী = ৫০০/-
৬২। কবি জে. আর. এ্যাগ্নেস = ৫০০/-
৬৩। ঐ গেস্ট - আলফ্রেড বাড়ৈ = ৫০০/-
৬৪। কবি তাইবুল ইসলাম (বিষ পিঁপড়ে) = ৫০০/-
৬৫। কবি সনেট সেন্টু = ৫০০/-
৬৬। কবি এম,এ, সালাম = ৫০০/-
৬৭। কবি সাকিব জামাল = ৫০০/-
৬৮। কবি পলক রহমান =১,০০০/-