(১)
গোধূলির ইশারায় ভুলে
সন্ধ্যা সেজেগুজে এলো সখী হবে বলে
(২)
পরিত্যক্ত সাঁকো নিরূপায়
উড়ালপুলের তুমুল সম্বর্ধনা সভায়
(৩)
ছাদে শাড়ি একাএকা দোলে
সন্ধ্যায় রমণীয় আদুল গা ঢাকবে বলে
(৪)
অন্ধ ধীরে ধীরে হাঁটছে
আর মনে মনে যাবতীয় সৌন্দর্যের ছবি আঁকছে
(৫)
যমই একমাত্র রাজা
বাকি সব প্রজা-বাকি সব প্রজা
(৬)
কবিচিন্তনে গড়ে ওঠে চমত্কার
যাবতীয় সুখীদুখী কবিতার একান্নবর্তী পরিবার
(৭)
'হামি' রা ভারি দুষ্টুমিষ্টি হয়
যাবতীয় সন্তাপ ভুলিয়ে দেয় অবলীলায়


হামি- স্নেহচুম্বন