ঊনিশ শ’ একাত্তর ষোলই ডিসেম্বর
দিনটিকে বিজয়ী দিন বলেই জানি
মহান বিজয়ের নিগূঢ় মর্মকথার আমরা কিছুই ভুলিনি।
হে বীরংগনা জায়া জননী ভগ্নীরা
ক্ষমা করো আমাদের, আমরা কিছুই ভুলিনি।
তোমাদের রক্তাক্ত হাত দিয়েই বানানো হয়েছে এই পতাকা।
আমরা অকপটে স্বীকার করতে জানি।
বিজয় প্রাপ্তির আনন্দে আমরা ভুলে গেছি তোমাদের কষ্ট?
না ভুলি নাই; এক্কেবারেই ভুলি নাই মা আমার, বোন আমার!
তোমরা নিদারুণ কষ্টের বিপরীতে
সত্যি কি চেয়েছিল আমাদের এই বিজয়?
এই প্রশ্ন করার সাহস আমাদের বুকে নেই।
আমরা এতটা ত্যাগী নই।
শুধু জানি বয়ে বেড়াতে তোমাদের সেই অভাবনীয় ত্যাগকে
লাল সবুজের পতাকা বানিয়ে পথে-ঘাটে ওড়াতে।
আর শিখেছি জয় বাংলা বলে মেঠোপথ থেকে রাজপথ কাঁপাতে।
ভুলে গেছি বিজয়ের নিগূঢ় মর্মকথা?
কি করে ভুলবো এত এত দেনা!
না ভুলি নাই; আমাদের প্রতিটি প্রানে মিশে গেছে
তুমুল প্রতিবাদের মুক্তির চেতনা হয়ে।
মায়ের বুকের ফুটফুটে মানিক, আদরে রাখা জঠরের শিশুকে।
বুলেটের আঘাত সহ্য করতে হয়েছিল; ভাবা যায়?
আমরা কিছুই ভুলি নাই। ভুলতে পারি না।
তাজা রক্তের ঘর্ষণে যখন আগুন লেগেছিল সারা দেশ জুড়ে
যুদ্ধের দামামা যখন ছড়িয়ে পড়েছিল মেঠোপথ হয়ে রাজপথে
জ্ঞানহীন ছেলেটার যেদিন স্টেনগান ধরতে হয়েছিল
সেই সাহুসের অন্তরালে লোকাইয়িত আজকের বিজয়।
কালের অতলে তলিয়ে যেতে দেইনি কিছুই।
ইতিহাস করে রেখে দিয়েছি।
সেই দুঃসহ দিনগুলি এখন হাসে মুক্তির উল্লাসে।
সম্মিলিত হাসিতে মুখর হয় সারা বাংলা জুড়ে।
প্রতিটি ঘরে ঘরে আনন্দের মেলা বয় প্রাণের উচ্ছ্বাসে।
অবুঝ শিশুদের গালে শুভা পায় সেই তৃপ্তি।
নীল আকাশের বলাকায় এখন দেখা মেলে সেই বিজয়ের।
এই যে রাত শেষে ভোর নেমে আসে।
আবার সন্ধে বেলায় অস্ত যায় সূর্য।
এটা বাংলাদেশের বুকে। দেশের নাম বাংলাদেশ।
এই নামটাও এসেছে তাজা রক্তের অগনিত ফোটা থেকে।
যাকে সবুজের বুকে যতনে রেখে দিয়েছি।
আমরা কিছুই ভুলিনি।
লক্ষ শহিদের মর্মস্পর্শী দীর্ঘশ্বাস
আমাদের বুক জুড়ে এখনো।
সেই দীর্ঘশ্বাস এখন আমাদের প্রশান্তির নিঃশ্বাস।
আমরা কোনভাবেই ভুলিনি।
তোমাদের বীরত্বকে ঠিকিয়ে রাখতে
গড়ে তুলেছি শক্ত নৌবহর।
গড়ে তুলেছি শক্তশালী সেনা ঘাঁটি
গড়ে তুলেছি আকাশের বুকেও কঠিন প্রতিরোধ।
আর প্রতিটি মায়ের বুক থেকে শেষ সীমানা পর্যন্ত
আমরা চিরজাগরুক।
আমরা দুমরেমুছরে একাকার করতে জানি সব।
আমরা তুলার মত উড়িয়ে দিতে শিখেছি অন্যায়ের পাহাড়।
ঘুমাও শান্তিতে আমরা কিছুই ভুলিনি।
আমরা তোমাদের চেতনায় আরও তেজস্বী পৃথিবীর বুকে।
আমরা কিছুই ভুলিনি।
আমরা পুরু জাতি প্রতিদিন ঋণী হই তোমাদের কাছে।
আমরা প্রতিদিন কৃতজ্ঞ হয় তোমাদের কাছে।
অনন্তকাল এমনি থাকবো।
আমরা কিছুই ভুলিনি; আমরা কিছুই ভুলিনি।