কবিতা : এ কোন স্বদেশ দেখছি আমি৷
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ২৩ নভেম্বর ২০১৯।


এ কোন মানুষ
এ কোন স্বদেশ
দেখছি আমি!
গ্রামের লম্বা বহর
খেয়ে খেয়ে ধুঁকছে শহর।
শ্বাসকষ্ট বুকে নিয়ে
হাঁটছে বাতাস
বাঁচার জন্য সেও চাই
"সাত সমুদ্দুর তেরো নদীর"
আলোক বাতাস।
ব্যবসার গদিতে বসে জুয়ার হাট
কিনছে পকেট, স্বর্ণালংকার
করছে লোপাট,
লম্বা ঘোমটার ঘরের বৌ।
বেশ্যার বুকের চাষ
খেয়ে খেয়ে হয়েছে মাতাল পুরুষের ভালোবাসা।
মানুষেরা ঘরে-ঘরে,
জ্বলে মরে পচনের নীল বিষে।
এ কোন মানুষ,
এ কোন স্বদেশ দেখছি আমি!  
জায়নামাজ পড়ে পড়ে ঘুমায় মানুষহীন মসজিদে।
লাশের শরীর খেয়ে নদী
হয়েছে স্বাস্থ্যবান
কুমিরের সাথে ঘর করে সে
দাঁতে দাঁতে চষে প্রাণ।
এ কোন স্বদেশ দেখছি আমি!
রাজপথ আজ,
পথে পথে ঘুরে
খুঁজে এক দেশপ্রেমিক।
মসনদের চারপায়ে তবু
মাথা নাড়ে
গনতন্ত্রের খলপ্রেমিক।