কবিতা : চাইনা শুভেচ্ছা গোলাপ।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ০৫/১১/২০২০।


আমি শুনতে চাইনা ;
এদেশের মাটিতে ফলিত শিষে
আমার রক্তের গন্ধ কতটুকু লেগে আছে।
এদেশের কত বিঘা জমিতে  আমার শরীরের পলি মিশে আছে,
এদেশের নদীতে কুমিরের দাঁতে
আমার মাংস ছিলো কতটুকু।  
শব্দে শব্দে গর্ভবতী বাতাসে
আমার স্বদেশ চুম্বন ছিলো কতো কোটি।
আমার বোনের সম্ভ্রম খেয়ে
খাঁন সেনারা হয়েছিলো পুষ্টিমান কতোটুকু।
দড়ির ফাঁসে আমার ঝুলন্ত বধুর শরীর বোঝায়
সাপের ছোবল ছিলো কতোটুকু।
আমার মায়ের বিশাল বুকে ভাইয়ের কবর লম্বা ছিলো কতো।
ওসব ইতিহাস সব জানি আমি।
আমারই শরীরে মনে সব হয়েছে গত।
তোমাদের শুভেচ্ছা গোলাপ,
পত্রিকায় পত্রিকায় মোটা হরফে সম্মাননার আবাদ,
ওসব কিছু চাইনা আমি৷
তোমাদের শুভেচ্ছা গোলাপ,
সশব্দ হাততালি আনন্দ মুখর স্বাধীনতা দিবস,
বিজয় উৎসবে মহান উপস্থিতি চাইনা আমি৷
বীর বিক্রম, বীর উত্তমের মহান তালিকায় শরীক হতে চাইনা আমি৷
উপস্থাপকের শব্দ প্রংসশার কড়ি
দু'হাত ভরে গুনতে চাইনা আমি৷
কেননা এখনো আমার মাথার উপর খেলা করে শত্রুর যুদ্ধ জাহাজ।
নদী পথে এখনো জলদস্যুেরা ভেদ করে সীমানার প্রাচীর।
এখনো সীমানার কাঁটাতারে ঝুলে কাঁদে ফেলানির লাশ।
পদ্মা, মেঘনা, যমুনার জলে এখনো চলে
মৃতদের গুম চাষ।
এ অসমাপ্ত যুদ্ধ যখন আমাদের জীবনে লেগে আছে বারো মাস
তখন ঐ শুভেচ্ছা গোলাপ,
ঐ হাততালি আমারই বুকে বসে আমারই করবে সর্বনাশ।
যখন পতাকার কোষে ইদুরের দাঁত
কুট কুট খায় স্বাধীনতার মুখ।
তখন কোন সাহসে আমি,
কোন গরবে আমি,
ছুঁবো ঐ শুভেচ্ছা গোলাপ।
বিজয় দিবসে বসে তোমাদের সাথে
ভাগাভাগি করবো বিজয়ের এই মিথ্যা আলাপ।।