কবিতা : কোন বিশ্বস্ততা ধরে রাখনি তুমি।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ০৪ অক্টোবর ২০১৯।


আমাকে ফিরতে দাওনি তুমি তোমারই কাছে!  
সমস্ত প্রত্যাবর্তন ছুয়ে বলেছিলে
যেভাবে অস্তমিত সূর্য ফিরে আসে পুবাকাশে,
যেভাবে উবে যাওয়া জল,
মেঘের কোল থেকে ফিরে আসে নদী পিঠে
ওভাবেই ফিরবে তুমি।
প্রতিটি প্রহরের পর,
প্রতিটি মৃত্যুর পর,
অথচ ফেরনি তুমি।
অপেক্ষায় অপেক্ষায় কেটেছে আমার ক্লান্ত বছর।
প্রতিটি রাতে অন্ধকারে যেভাবে হারিয়ে যায় বিহঙ্গ সকাল,
ঘুঘু ডাকা দুপুর,
রোদ ভাঙ্গা পাখির ঝাঁক।
অরণ্য বিলাশ সুন্দর্য সব কিছুই,
ওভাবেই আমার সখ্যতা কবরস্থ করেছ তুমি।
একদা...  
আমাকে না দেখলে তুমি,
দেখতে চাইতেনা পৃথিবীর মুখ।
আমি হীন তুমি ছিলে মৃত কবর বাসি।
অথচ...
সেই তুমি আজ,
দ্রুত বদলে যাওয়া শহরের পাহারারত এক বিশাল বাড়ি।
যেখানে আমার যাতায়াত নিষিদ্ধ  চিরকাল।
... আর আমি,
রৌদ্র দগ্ধ এক বিরান ভূমি!!