কবিতা : অন্য এক ক্ষুধায় জ্বলছি আমি।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ১৬ মে ২০১৬।


অন্য এক ক্ষুধার আগুনে
জ্বলছি আমি, পুড়ছি আমি
সারাদিন, সারাক্ষণ।
রূপসী মেয়ের মতো সজ্জিত ডাইনিং ;
হাজি বিরিয়ানি, চিকেন ফ্রাই, মাংস কাবাব, পচ্ছন্দের পাঁচ রকম সবজি তরকারি, বিক্রমপুরের মিষ্টান্ন আর বগুড়ার দই হাতে,
আমাকে ডাকে তিন বেলা
অথচ ওসব খাবারে
ভালোলাগা নেই আমার।
এখন অন্য এক ক্ষুধায়
বড় অস্থির আমি
জ্বলছি এবেলা-ওবেলায়
খেতে চাই আমি
শ্রেষ্ঠ শহর, শ্রেষ্ঠ বাড়ি,
ত্বনয়ার চোখ, ধবধবে মাটি।
অন্য এক ক্ষুধায় জ্বলছি আমি
বৃহৎ জমায়েত,
উপস্থাপকের পঞ্চমুখ প্রশংসাবলি,
হাততালি, করতালি
খেতে চাই আমি।
স্কুল, কলেজ, টাইগার ক্লাব, লায়ন ক্লাবের সভাপতি হয়ে
গলা ভর্তি ফুলের মালা
খেতে চাই আমি৷
আমন্ত্রিত অতিথি হয়ে
আমার গর্বিত দু’চোখ খেতে চাই থোকা থোকা সমর্থক৷
আমার এই আপসহীন ক্ষুধা মেয়রের চেয়ারে বসে খেতে চাই পৌর কর, টেন্ডার, বাজেট।
খেতে চাই সালাম আর সেলামি
খেতে চাই রাজপথ,
গাড়ির লম্বা বহর,
শুভেচ্ছা, স্বাগতম,
শিশু আর উর্বশির হাতের পরস।
জ্বলছি আমি ক্ষুধায় ক্ষুধায়
পুড়ছি আমি এবেলা-ওবেলায়।
খেতে চাই আমি
মন্ত্রীত্বের কেবিনেট,
সৈনিকের স্যালুট,
খেতে চাই রাজকোষ।
আমার এ অবিরাম ক্ষুধা
মসনদে মসনদে
রাজ্যপাটে গিলে খেতে চাই প্রভুত্ব,
আর আমার ভাস্কর্য
রাস্তার মোড়ে মোড়ে
গিলে খেতে চাই
জনগণের বিপন্ন মগজ৷