কবিতা : অন্তত একবার দেখে যেও।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ১৫ নভেম্বর ২০২১।


অন্তত একবার দেখে যেও
মনে চাইলে ঘরের ভেতরে এসো
নাহলে বারান্দায় দাঁড়িয়ে দেখো।
যদি অতোটাও কাছে আসতে না চাও
পথিকের সাথে পথেই দাঁড়িয়েই দেখো।
দেখে যেও ভালোবাসা কেঁড়ে নিলে
জীবন কতোটা নিঃস্ব হয়
কতোটা ভুতুড়ে হয়
হয়ে যায় কেমন পরিত্যাক্ত শহর।
দেখে যেও ভালোবাসা কেড়ে নিলে স্বপ্নগুলো পঁচে পঁচে
কীভাবে পঁচা কুয়া পড়ে থাকে
বুকের ভেতর।
অন্তত একবার দেখে যেও
ভালোবাসা কেড়ে নিলে মানুষ কতোটা বুনো হয়
কতোটা অশ্লীল আদিমতা জন্ম নেয় শরীরের ওপর।
দেখে যেও ভালোবাসা কেঁড়ে নিলে ঘরটা কেমন এলোমেলো হয়
এলোমেলো হয় বাসনকোসন, বিছানার চাদর, আলনার কাপড়।
দেখে যেও ভালোবাসা কেড়ে নিলে
চুলগুলো কতোটা এলোমেলো হয়
বাতাস থেকে গুছিয়ে নেয় উড়ন্ত ধুলো।
দেখে যেও ভালোবাসা কেড়ে নিলে
চোখগুলো কতোটা রক্ত শূন্য হয়
রাহুরগ্রাসে আলোর বলয় কতোটা ছোট হয়।
দেখে যেও ভালোবাসা কেড়ে নিলে
মুখ কতোটা মলিন ভিক্ষারী হয়
ঠোঁট দু’টো হয়ে যায় অমসৃণ পাথর
বুকটাও হয়ে যায় বিধ্বস্ত কবর।
দেখে যেও ভালোবাসা কেঁড়ে নিলে
মানুষ কীভাবে গৃহবন্দী হয়।
নিজস্ব নখে কীভাবে নষ্ট করে নিজের দেহ।
দেখে যেও ভালোবাসা কেড়ে নিলে মানুষ কীভাবে আহার বিমুখ হয়
কতোটা একাকী হয় ।
ভালোবাসা কেড়ে নিলে একটা মানুষ কীভাবে সম্পর্ক ছিন্ন করে
নদী, পাখি, চাঁদ আর পাহাড়ের সাথে।
দেখে যেও ভালোবাসা কেড়ে নিলে একটা মানুষ কীভাবে
রক্ত মাংস হৃদপিণ্ড সিদ্ধ করে স্মৃতির চুলায়।
দেখে যেও ভালোবাসা কেঁড়ে নিলে মানুষ কীভাবে নিলর্জ কুকুর হয়।
কারো কারো চোখে চোখ রেখে
শব্দহীন কথা কয়
আরও কিছু ভালোবাসা চাই।।