কবিতা : অপেক্ষার আর কত জলাঞ্জলি?  
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ১৯ অক্টোবর ২০২০।


আর কতটা সূর্যদয়ের নিচে ;
উপকূলে আর সৈকতে সৈকতে,
খুঁজব তোমার,
বালু ভাঙ্গা পায়ের আওয়াজ?
আর কতটা চাঁদের চাদুয়ার নিচে কাশবনে বাতাসের আড্ডায় আড্ডায়,
খুঁজব তোমার বায়ু বিহার?
কতটা প্রজাপতি, ভ্রমর,
বিহঙ্গের কানে কানে,
জেনে নেব কোন বাগানের ফুলে গাঁথা হয় তোমার খোঁপার বাহার?
কোন অরণ্যের পাখিদের পালকে পালকে,
তুমি নিয়মিত দিয়ে আসো তোমার চিবুকের স্নেহ আদর,
কোন রাখালিয়া বাঁশির কাছে জেনে নেব আর কতকাল?
কোন জলবতী নদীর কাছে জেনে নেব,
কোন সন্ধ্যার আবছা অন্ধকারে,
নদীরা পান করে,
তোমার পা ধোয়া জল?
তবে কী ভূচর কিংবা খেচরের,
কোন প্রাণিকুল দেখেনি তোমায়?  
তবে কী পৃথিবীর বয়স্ক কোন পথ,
আপত্তিহীন বলবে না আমায় তোমার পায়ের সীমানা কতদূর?
নাকি কোন এক হিংস্র সিংহের থাবায়,
বিলীন হয়েছে তোমার হরিণ চিত্রল শরীর?
নাকি নির্বাচিত কোন পুরুষের
"কবর বুক",
গিলে গিলে খেয়েছে তোমার লাবণ্যের জ্যোতি,
রক্তজবা শরীর,
তমাল কালো চুল?  
আমার দু’চোখ আর কতকাল কষ্টের মৃত্যুকে পিছু ফেলে,
জীবন ঘোড়ার খুরে খুরে খুঁজবে তোমার শেষহীন দৌড়??