সত্যি কথা বলতে গেলে
                        দত্যি রাঙায় চোখ-
আমরা এমন স্বাধীন দেশের লোক।


আলোর পথে চলতে গেলে
                       কালোয় সাধে বাঁধ-
এই আমাদের      স্বাধীনতার স্বাদ।


ভায়ের বুকে হতাশা আর
                       মায়ের চোখে জল-
এই আমাদের      স্বাধীনতার ফল।


বোনের দেহ বনের ভিতর
                      দিদির গলায় ফাঁস-
এমন স্বাধীন       দেশেই করি বাস।


খাবার জোগাড় করতে বাবার
                             ওষ্ঠাগত প্রাণ-
এটাই হলো         স্বাধীনতার দান।


ছড়ায় লিখি স্বপ্ন তবু
                    ভরাই  আশায় বুক
আসবে ঠিকই    স্বাধীনতার সুখ!!