কী হলো মন তোমার,
কেন কথা শুনছো না?
সেই যে কবে একটা কথায় গোঁ ধরেছো,
আজও তা পূরণ হলো না বলে-
থেমে আছো পুরোদমে!
নগদ লাভের আশায়,
বিস্তীর্ণ ভবিষ্যৎ মাটি করছো কেন?
ঝেড়ে ফেলোনা এই ক্ষণিক কামনা-
গভীর প্রশান্তি আসবে- দূর থেকে;
আভাস পাবে মনে-
এই ক্ষণে-
বলছি তোমায় -
কী? শুনবে না বুঝি আমার কথা?
না শুনলে নাই! পরে কিন্তু তুমিই পস্তাবে;
সামান্য সুখের আশায় অসীম শান্তি পরিত্যাগ করে কোন জ্ঞানী জনে?
বিড়বিড় করে আজ বলছি কথাগুলো তোমায় একাকী মনে মনে!