আবদুল্লাহ্ আল ফারুক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত মোচাগড়া গ্রামে ১৯৯২ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। উনার পিতা সরকারী চাকুরীজীবী ছিলেন। ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯ সালে বিজ্ঞান বিভাগে কোম্পানীগঞ্জ বদিউল আলম হাইস্কুল থেকে এস.এস.সি পাশ করে একই উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ক্লাস পুরো দুই বৎসর সেখানে করেন; কিন্তু, ২০১১ সালে এইচ.এস.সি পরীক্ষা আর দেননি। ২০১৬ সালে তিনি সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসায় অষ্টম শ্রেণীতে ভর্তি হন; কিন্তু, ২০১৯ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেননি। বর্তমানে তিনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন এবং প্রায়ই বিভিন্ন বিষয়ে কবিতা লিখেন।
Abdullah Al Faruque born in 16 November, 1992 in Mochagra located in Muradnagar Upazila under Comilla district. His father was a government employee. He died in 1997. In the year of 2009, he passed SSC from Companyganj Badiul Alam High School in Science Groupe and got admission in Adhyapak Abdul Majid College located in Ramchandrapur in the same upazila. He attended the classes for all two years. But, In 2011, he did not participate in the H.S.C exam. In 2016, he was admitted to Sonakanda Darul Huda Kamil Madrasah in eighth grade; But in 2019, he did not participate in the Dakhil examination. In the meantime, he has started learning web development in online and now occasionally writes poetry on different topics.
আবদুল্লাহ্ আল ফারুক ৬ মাস হলো বাংলা-কবিতায় আছেন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.