ঐ উল্কা ছুটে এসে হঠাৎ মিশে হারায় দিশে,
আবার জ্বলে উর্ধ্বপানে, নতুন শিখার বেশে!
ছড়াছড়ি আলোক রেখার, ট্রেনের মতই লাগে,
এতো কম সময়ে কেউ মিশতে দেখেছো আগে?
আসে আচমকা, নিম্নে ঠুনকা, ফাওই রাঘা!
তুমি লালচে একটু, মিশো আধটু, স্বভাবে বাঘা!
একটা দৌঁড়ে লেজ গুটিয়ে মাথা লুকায় কিসে?
আরেকটা উল্কা পিছু নেবে তোমার কাছে এসে!
হেই উল্কা! একটু দাঁড়াও, দেখি তোমায় প্রাণভরে!
মিশে যাওয়ার ক্ষণেক আগে দাও দেখার সুযোগ করে!