আজ ঝরে ধারাপাত, অবিশ্রান্ত রিমঝিম শব্দ,
অবাক চোখে দেখি চেয়ে, মাঝে হারালো কত অব্দ!
অলক্ষ্যে কাঁদে কে? আকাশটা ঝরায় বিমূর্ত আঁখি জল,
কার বুকের ব্যথা ছুঁয়ে সে আজ নামলো অতল।
গাঢ় আঁধারে ডুবে ঠাই নাহি পায় কোথাও,
কোন দিকে যাবে সে অজ্ঞান, জানে না তাও।
কুয়াশার মতো বাস্প ভাসে, হতাশার মূর্ত প্রতীক যেন,
এমন ভাসা ভাসা আলোয় আরো বেশি কষ্ট লাগে, আছড়ে যায় কেন?
সে, নীল ভুলে কালো রঙে মত্ত; গাফেল, দিকভ্রান্ত পথিক,
একটু আলো জ্বেলে, প্রভু দেখাও তারে নিশানা, যেন দিক হয় ঠিক।
তোমার মেঘেরাও ☁ তো ছুটে লক্ষ্য ঠিক রেখে, শোনো মন,
এলোমেলো ভাবনা ছেড়ে বিবেকমতে আর চলবে কখন?