মোর বাগানে ফুটলো যেন অচেনা এক ফুল,
রূপে তার মন উজালো, স্বপ্নেরা দেয় দোল!
সুবাস তার মনকাড়া, শ্বাস ভরে ঘ্রাণ নেয়া,
রঙের দোলায় প্রাণ হারালো, 'কাশে ডাকে দেয়া!
একটু দোলে মাথা নু'লো, দুলকি চালে আলতো হেললো,
পাঁপড়ি ভাঁজে গাঢ় লাজে ফুলটি এবার মন লুকালো!
সাথে তোমার জোড়া কই? ওগো অচিন ফুল!
একা একাই দোলে যাও, রূপসী বাগের গুল!
ভিন শাখে দোলে যায় আরেক রূপের ফুল,
এত কাছে থেকেও সে পারেনা ছুঁতে কূল!
হালকা এক বাতাসে শাখে লাগে দোলা,
দুটি ফুল এক হলো, আজ মন আত্মভোলা!
পরক্ষণেই ছুটে গেলো, তাদের মায়ার বাঁধন,
কষ্ট মনে হারালো সে তার সাথী আপন।
এখন, চেয়ে চেয়ে পার করো সারাটা দিন,
একে দেখো অপরকে, বাজাও বিরহেরি বীণ!
আবার কখন আসবে, বাতাস গায়ে লাগবে!
সবুর করে ফল পেলে পুনঃ মায়া মাখবে!
সময় যায় নিরুপায় ফুল দুটি ধীরে শুকায়,
কবে হায়! পাবো তোমায়, আশায় যে মোর দিন ফুরায়!
এমনি আশা ভাঙলে পরে,
কেমনে হবে দেখা,
তারি তরে মনের ঘরে,
কথা ছিল রাখা!
তাই, আবার বহুক সুবাতাস,
মিটুক ওদের মনের আঁশ!
ভালোবাসায় উঠুক ভরে তাদেরি সুখের আবাস!