প্রতিষ্ঠাতা তুমি কার?
সত্যের নাকি জুলুমের?
মূল্যবোধের নাকি নিফাকের?

সাধু সন্যাসী বলে সবাই
কিংবা মহাগুরু,
সত্যের মহা বাণীতে
মুখরিতো ছোট  কিংবা বুড়ো।

ভেবে ছিলাম তুমি সরল
গরলতা যে তোমার সঙ্গী,
হাবা-গোবা তোমার ভঙ্গী
কে বুঝিবে তোমায়!
আসল চেহারা কোনটি?

প্রতিষ্ঠাতা তুমি কার?তুমি কার?