-------আর কি আশা নাই "
-----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
ওরে ও দিবসের আলো-
ওরা ঝামেলা ছড়িয়ে তোমারে করিতেছে আঁধার
তোমার বুক হতে ওরা কাড়িয়া নিতেছে
  যৌবনের রশ্মিছটা।
   শুনিয়া রণের আওয়াজ
দিনে দিনে কুলবালা বেদনা লইয়া
অধীর চিত্কারে বিদারিছে ঘণঘণ
ওরা কারা আজ এতো মানুষের ঘর করিতেছে  নিশ্চিহ্ন।


কারও মুখে হাসি নাই বেদনার বুকে
কাঁদিয়া ফিরে হইয়া বিচ্ছিন্ন
কতো মানুষ আজ নিঃশ্বাসে
বেদনা ছাড়ে হইয়া নিঃসঙ্গ।
অসুর লোভী অস্ত্র হাতে অজস্র প্রাণ নেয় কাড়িয়া
পৃথিবীর বুকে বাঁচিবার আশা নাই-
দেশে দেশে আজ রণসাজে ভস্ম করিয়া
ধরণী করিতেছে ছাই।
দিনের আলো আঁধারে ঘিরিয়া পড়ে রয়
যেন দুর্বল কায়া-ঘন ঘোরে আছে যেন
কখনো কি জাগ্রত হয়ে দেখিবে না আর
চুমুকে নতুন ভোরের মায়া।
আর কি আশা নাই ? বীর পুরুষেরা জাগিয়া-
আবারও ফিরিয়ে জয় করে দিবে
আহত মানুষের বিশ্বাসের দুনিয়া।
--------------------------
প্রকাশিত জনপ্রিয় সময় পত্রিকায়।
লেখক কর্তৃক সংরক্ষিত।
-------++++++