আরাকানের কান্না"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
অজস্র ঠোঁটের আকুল সমূহ স্বরে জলপরে ঘরে বাহিরে
অজস্র বছর দেখেছি তোমাকে
হৃদয়ে তোমার নাম সবার প্রথমে
তোমার চারপাশে অগণিত শিশু বৃদ্ধ মা-বোন,
জায়াদের  রক্তজল ঝরে
হে জন্মভূমি আরাকান? তোমারি তো নাম।
পৃথিবীর সবদেশ চেয়ে চেয়ে দেখে আর তোমার নাম
ধরে কোটি কোটি মানুষের হাত তুলে হাওয়া দেয় ডাক-
আরাকান-আরাকান।


অজস্র শরীর থেকে রক্তটুকু ঝরে
শুধু তোমারি তো নাম-
জন্মভূমির মাটির স্বপ্নে শিলীভূত অগণিত প্রাণ।
আসমানে আকাশ কাঁপে বাজে কতো শহীদি সরোদ
বধূর শরীর থেকে গলে পরে রক্তঝরা রোদ।
জালিম রাক্ষস তোমার পায়েতে পরে-
অজস্র কান্নার রং রক্ত হয়ে ঝরে।


হে আরাকান?
তোমার চারপাশে অংসান সুচিসহ অগণিত অবাক বেঈমান-
মিথ্যা কথা বলে তোমার চতুর পার্শ্বে ঘুরে-
প্রাণের আরাকান? তোমার ছন্দযুক্ত নদী আজ
কান্নার জলে মহাসমুদ্র বলয়-
মানুষের প্রাণ নিয়ে বাতাসে বরণ করে রক্তের ফেনায়।
বেঁচে যারা আছি মোরা আশ্রয় পেয়েছি -
এ পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার দেশ সোনার বাংলায়-
তোমার বিরহে মনের হিমালয় নাচে-
হে জন্মভূমি আরাকান? তোমার আশায়।


রচনাকাল ২২ আগস্ট ২০১৭
০৫:৩০ রিচমন্ড ইংল্যান্ড।
প্রকাশিত কবি
কবিতার ওয়েবসাইট।
প্রকাশিত জনপ্রিয় সময় পত্রিকায়।