------আমার বিশ্বাস"
----দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
আমার প্রেম  উজ্জ্বল জ্যোতির মতো ফুটে আছে
উষ্ণবায়ু মাটি জল অতল গভীরে
ওরে দক্ষিণের ঝড়ো উন্মাদ  হাওয়া? ভুলেও স্পর্শ করো না আমার প্রিয়ার অপূর্ব দিগন্তকাড়া সৌন্দর্য  শরীরে
যে আমি তাঁর কথা মনে করে,দেহে শক্তি ঝড়ো করে
গাই গীতি রাতের অন্ধকারে -
প্রেমের শোকার্ত সঙ্গীতে।
ওরে দক্ষিণের শীতলও হাওয়া-
তুমি যদি যাও দেখতে উত্তরের দেশের
প্রকৃতির বিচিত্র মেলা
মৃদুবায়ুর স্পর্শে আসমান জমিন মিশে যেখানে সাগর জল,করে কত খেলা।
যদি বিষন্ন মনে একজনকে বসে থাকতে দেখ কারও অপেক্ষায় সে আর কেহ নয়
আমার সত্যিকারের ভালবাসা।
ও দক্ষিণের উন্মাদ হাওয়া, তুমি যদি যাও ঝড়োঝিলকির সাথে দেখা হলে বলো-
সে যেন আমার প্রিয়ার শরীর স্পর্শ না করে
শুধু বৃষ্টিকে বলো-


ছুঁয়ে- ছুঁয়ে ভিজিয়ে দেয় গরমের শেষে
আরও একটু দয়া করে জিগ্যেস করো
সে এখন আছে কেমন?
দেখে নিয়ো তাঁর লম্বা চুল অপূর্ব করে ঝুলে পরে
পার হয়ে আছে কিনা উঁরুদেশ।
তাঁকে বলো আমার মনে পরে বেশ-
আমাকে মনে পরে তাঁর যেমন-
গভীর প্রার্থনা করি সকল সময়
সে যেনো ভালো থাকে রাতের অন্ধকারে
আবার দিনের আলোতে খুব।
শোন তুমি শোন ওরে ধেয়ে আসা
দক্ষিণের উতলা নিঃশ্বাস-
আমার প্রিয়া অবসন্ন থাকে যদি গভীর তন্দ্রায়
ভুলেও ছুঁয়ো না তুমি গভীর ধাক্কায়।
পথে যেতে দেখে নিয়ো-
ঘুমিয়ে আছে কত পুরনো দিনের প্রেমের বিষাদে ঝড়া
কতশত লাইলীর গভীর বুকে- মজনুর প্রাণ
চঞ্চল ঢেউয়ের তালে কেঁপে যারা।
তাদের কবর ঘিরে ঢেউ জল মাটি চারপাশ-
তারপরও অলংকৃত করে আসমানের তারা
চাঁদের সোনালী রোদ-
সুগন্ধী শৈবাল ফুল সাগরের ঘাস।
পারও যদি নিয়ে যাও হালকা ঘ্রাণ-
হিংসার ধূসর ভাবনা উড়িয়ে ফেলে দিয়ো সাগরের পাড়ে,ওরে দক্ষিণের মিষ্টি বাতাস
ভালোবাসার শরীর ছুঁয়ে-আমার প্রিয়ার কাছে নিয়ে যাও আমার নিশ্বাস।
--------------------------------------------------
প্রকাশিত কবি ও
কবিতার ওয়েবসাইট।
লন্ডন থেকে।
00:20
19/3/ 2018
---------------------------------------------