উর্ধ্বে রৌদ্র তীব্র তাপের দাহনে দাপন করিব
পৃথিবীর যত হারামজাদা আর হারামজাদির প্রাণ
যৌবনের আগুন জ্বালিয়ে ছাই করে দিব
ছাই করে দিব পৃথিবীর যত অন্যায়।

নষ্ট চোখ উপড়ে ফেলে এদেরকে সময় দিব না
এই পৃথিবীতে দাঁড়াবার-
সময় হয়েছে এক্ষুনি আর দিব না  নিস্তার  
সুযোগ পাইলে এরা পৃথিবীর সর্বত্র করিবে বিস্তার।  
কে যাবি আয় আমার সাথে
যৌবনের আগুন দিয়ে
এখনই সময় এদেরকে জ্বালাবার
ওরা লমপ্ট ওরা হিংস্র জানোয়ার।


লোভের মোহ নিয়ে প্রতি দিনই পৃথিবীর বৃদ্ধ জায়া
আর শত শত মা বোন শিশুর প্রাণ করে সংহার
আয় কে যাবে আমার সাথে আয়,
না হলে একাই ছুটিয়া চলিব বীরের রক্তের
তীব্র আগুন জ্বালিয়ে দাপন করিতে এদের প্রাণ ।
সরায়ে যত ঝামেলা ঝুলানো যন্ত্রণা,করে ছাড়কার
পৃথিবীর শান্তি প্রিয় মানুষেরে
বাহারিয়া বসন্ত ফুল উপহার দিব
আর নতুন করিয়া এই ধরণীকে সাজাব পূর্ণবার।


দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
England,