--------ব্যবচ্ছেদ"
------দেওয়ান আব্দুল বাসিত চৌধিুরী
রক্তপাতহীন পৃথিবীর-শান্তির চিন্তায় প্রতিকদমে
তোমার দিকে চেয়ে থাকি-ও পৃথিবীর নীল আসমান?
তুমি বিশাল দেহ নিয়ে মায়াভরা চোখে পৃথিবীর-
জমিনের দিকে চেয়ে আছো,
ও নীল আসমান?


তারাগুলো রাতের অন্ধকারে তোমার কোলে
আলোর ঝংকার তুলে নিরাপদে-কোলাহল করে-
তৃপ্তির হাসি হাসে রাত্রির চাঁদ।
দিনের আলোয় জেগে উঠে পৃথিবীর অগণিত প্রাণ-
ও- আকাশের নীল আসমান?
কিছু মানুষ রুপী শয়তান সাপের রূপধরে চেয়ে থাকে
এদের কাছ থেকে শিশুরাও রক্ষা পায়না-
রক্তের স্রোতে ভেসে আশ্রয় পায় বৃক্ষের মহান ছায়ায়-
পশুদল পারমাণবিক বোমা নিয়ে ফুটবল খেলে-
মানব সভ্যতা মুহূর্তে না-জানি বিলুপ্ত হয়ে যায়।
আর তুমি মাথার উপরে বিশাল দেহনিয়ে-


এখনও প্রেমের চোখে চেয়ে আছো-
পৃথিবীর আকাশের ও- নীল আসমান?


মানুষ অমানুষের যন্ত্রণায় দিশেহারা-
জুলম করে দিনগুজরান করে বিলাসিতায়।
চারপাশে জীবন্ত লাশনিয়ে পৃথিবীর মাটি হাসে
তাচ্ছিল্যের হাসি
অস্থির যন্ত্রণায় তোমার থেকে পৃথিবী ব্যবচ্ছেদ হয়ে-
কখন নাজানি দূরে যায় ভাসি।
ও- আকাশের নীল আসমান?


জনপ্রিয় আলোর ভোর
পত্রিকায় প্রকাশিত।
লেখক কর্তৃক সংরক্ষিত।