রাতের আলো যে সোনার"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
দেহের সীমানায় দাঁড়িয়ে আছি চাঁদের নীচে
হাজার বছর হয়ে গেল পার
নিজের কাছেই নিজে ফিসফিস করি
মনের ব্যাকুলতায় প্রেমের আকুল আবদার।


এতোই বেহরম তুমি শরীরের চারপাশে লেপ্টিয়া
ঘিরিয়া আছে শুধুই আঁধার-
অকূলেরও কূল নাই বিভূতি অন্তর।
কেহ শুনেনা ওগো বন্ধু ফরিয়াদ অবোলার
কতো সহিতেছি অগাধ ব্যথা-যাতনা কাঁটার
প্রেমহীন জীবনের অধরা মাধুরী অসারের সার নিস্ফলার।


তোমার তোরণ কপাট বন্ধ রাখিলে
খুলিয়া দিলেনা দ্বার-
হৃদয় গহনে ব্যাপক যাতনা উদ্বেগে পথপানে চেয়ে রই
অন্তর আত্মার রোদনে যদি প্রেম নিয়ে এসে
কান্না করো সরস ভালোবাসার।
ও চাঁদ- সাক্ষী-থেকে কান্না থামিয়ে দিও-
তোমার রাতের আলো যে সোনার।


প্রকাশিত কবি
কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।