--------তৃর্ণ তেপান্তরে
-------দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
তোমার অন্তরের নিটুরা কান্না থামিয়ে বাঁধিয়া পরাণ
প্রিতম এস আমারই আঙিনার পাশে,
তোমার আকুল কান্নার সুরে ভিতরে আমার জ্বলিতেছে হিয়া ক্ষতের আঘাতে রহি রহি জ্বলে সন্তর্পণে।
সমস্ত প্রহর জুড়ে কিবা দিন কিংবা রাত্রি
কখন জাগ্রত হবে নোনা দাহ প্রাণ-
তোমার প্রণয় স্পর্শে প্রেমের দেওয়াল ঘেঁষে,
এস তোমার বিনুনি খুলিয়া  
নিটুয়া কান্না থামিয়ে বাঁধিয়া পরাণ।


হেরিয়া তোমার কেশের ভুবন  ঘ্রাণে যদি সেরে যায় শতকোটি আঘাতের চিহ্ন,
তোমারে নিয়া রাতের আকাশে বেড়াতে যাবো
অজস্র তারার উদ্যানে।
চলে যাব সবার দৃষ্টির আড়ালে যতদূর যেতে পারি, দেখিব আকাশ আর মেঘমালা ছুঁয়ে ছুঁয়ে করিব স্নান।
প্রাণেতে প্রাণ রাখি লুকোচুরি খেলা
চকিত নয়ন ফাঁকি দিয়ে চলে যাবে দিক  দিগন্তরে-
ডাকিয়া আনিব ফিরিয়ে প্রণয়ের গাঢ় সুরে-
প্রসারি নয়নে প্রেমের অন্তরে, তোমার হাত ধরে চলে যাব প্রিতম, চাঁদের তৃর্ণ তেপান্তরে-তবুও তোমারে যেতে নাহি দিব রাত্রির কালো অন্ধকারে।
--------------------------------
প্রকাশিত
কবি ও কবিতার ওয়েবসাইট
লেখক কর্তৃক সংরক্ষিত।
Richmond
England
19-04-2017
at 2:20
---------------------------------------------