-------হৃদয়ের বনতলে"
------দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
আকাশ জমিনের চুম্বিত আদরে পৃথিবী চঞ্চল হয় অসংখ্য বন্ধনে,
প্রেমহীন মানুষ,অপষ্ঠ দৃষ্টির চেনাকণ্ঠ ভুলে যায়
কত বিভেদের নির্দয় মুখ-
ভোর হলেই শোনা যায় বিচ্ছেদের বুকভাঙ্গা ডাক।
বেঁচে আছে যারা-ভাগ্যক্রমে পৃথিবীতে সুখদুঃখ সহে
ধরণী বিছায়ে জলে চন্দ্র সূর্য জ্বলে নিভে-
দুঃখের ধ্বনি তুলে প্লাবন উচ্ছাসে-
ভাগ্যলক্ষ্মী নিজেই নির্বাক।
ধ্বংস করে কত আশা কাড়িয়া যে নেয় সুখ
শুধু স্মৃতিভার-
কত মুখ কল্পনার প্রবাহে আশায় মোহে-খেলে চারিধার।
মনের বাসনা স্বর্গ দেখে মনেমনে-


বিভ্রান্ত চেতনায় মোহগ্রস্ত সুখের নির্মম জোয়ার-
নিষ্ঠুর স্রোতে চুরমার করে ভালবাসার বাঁধ,
কঠিন শাসনে প্রিয়মুখ গভীর ভাঙ্গনের গান গায়
নির্মম যতো ভোর।
কাছে থেকে প্রাণঘাতী সে নাকি আপন-
অমঙ্গল হাসে উপহাসে-কতবড় জেদি নেশাখোর।
দখিনা হাওয়া বেদনার গান গায় আকাশে দুহাত তুলে-
কবে আর প্রেম হবে গান হবে-
সকল দুঃখের রাতে প্রদীপ জ্বালিয়ে আঁখিজলে মিশে
পৃথিবীর প্রাণবৃন্তে প্রেমগানে জাগ্রত মিলন সূচনায়-
জানি সোনার কিরণে ভরিবে না আর হৃদয়ের বনতলে।
-----------------------------
প্রকাশিত কবি
কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।
---------------------------