মানুষের দুঃখে"
দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী
ন্যায়ের শিখর দেশে অন্যায় আতপ্তে পুড়ে কঠিন সময়
মানব আত্মার শুকুনেরা দলে-দলে অন্যায় ধ্বনি তোলে
দিবস নিশিত রাত্রির অবারিত বুকে-
যখন অন্যায় সিদ্ধ করে শেষে যায় চলে।


দেশের কর্তব্যে বুদ্ধিমান ঢুকঢুকি ঠুকে,
প্রেমের উদ্যানে কীট পাষাণ হৃদয়
দুর্বল মানব মনে চলনার নিরাশ প্রণয়।
তখন চারিদিকে জনতার চোখেমুখে উদ্বিগ্ন ভীড়-
নারীপুরুষ ছোটাছুটি ভূতের পাহাড়
ভয়ে যেনো ভূত দেখা অশান্তির নীড়।
নিজ গৃহে শেষ শয্যা-চোখেমুখে হাসি নেই আর
সুবর্ণ চাঁদের হাসি বিলীন রাত্রির-


আধো ঘুমে জেগে থাকে বাতাসে দুর্গন্ধ লাশের,
পিতামাতা স্বজনের ঘোরকাটে সুখ আরামের।


সন্তানের শোকে আর্ত মায়েরা যখন-
দর্ষিতার লাশ ফিরে কেবলই তখন।


মলিন প্রভাত চলে পড়ন্ত বিকেল
সাগরের ঢেউয়ে আর্ত মায়ের শরীর  
চোখ বেয়ে-কলিজা ফাটিয়া পড়ে বেদনার জল।
আধমরা বাবার চোখে হীমদেহে জলরাশি নিয়ে
চলে উদাসিনী হাওয়া-


স্বগৃহে ভাবনার অন্তনাই আদুরে জীবন,
তরী নিয়ে উল্লসিত বিশ্বাসের সরল সাগর-
মোহন যে কবিকুঞ্জ কবিতার দ্বীপ-
মানুষের দুঃখে-দেওয়ান আব্দুল বাসিত উদ্বিগ্ন"
উদ্বিগ্ন নাড়িভুঁড়ি কলিজা চৌচির।  
প্রকাশিত কবি-
কবিতার ওয়েবসাইট।
লেখক কর্তৃক সংরক্ষিত।